আহবায়ক কমিটি অনুমোদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি।।।।
অ্যামেচার রেডিও ক্লাব খুলনা, বাংলাদেশ
ট্রিবিউন টাওয়ার, ২/বি কেডিএ এভিনিউ ৭ম তলা,
জিপিও-৯১০০, শিববাড়ি, খুলনা, বাংলাদেশ।
সূত্রঃ..02/ARCK তারিখঃ...০১/০৫/২৪ইং
অ্যামেচার রেডিও ক্লাব খুলনা, বাংলাদেশ আহবায়ক কমিটির দ্বায়িত্ব গ্রহণ।
প্রেস বিজ্ঞপ্তি
অ্যামেচার রেডিও ক্লাব খুলনা, বাংলাদেশ। আহবায়ক কমিটি আজ ১লা মে দায়িত্ব গ্রহণ করেছে। এর আগে গত ২রা এপ্রিল ২০২৪ সংগঠনের সাধারণ সভায় সাংবাদিক মোস্তফা জামাল পপলুকে (S21CM) আহবায়ক ও সাজ্জাদ হোসেন প্রিন্সকে (S21KL) সদস্য সচিব করে ৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রনিক হালদার, (S21SRK), এইচ. এম. রেজোয়ান, (S21JDR), সরদার আশিকুল ইসলাম, (S21AKL), হাকিম মাহবুব শুভ, (S21CMD), শাহরিয়ার হাসান।
উক্ত আহবায়ক কমিটি আগামী ৬ মাস সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে দায়িত্ব পালন করবে। অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও স্টেশন পরিচালনা হলো বিজ্ঞানমনস্ক একটি শখ। একটি বেতারযন্ত্র দিয়ে অন্য একটি বেতারযন্ত্রে নির্দিষ্ট বেতার তরঙ্গে অবাণিজ্যিকভাবে তথ্য আদান প্রদান, গবেষণা, ব্যক্তিগত প্রশিক্ষণ এবং জরুরি অবস্থায় সাহায্য করাই অ্যামেচার রেডিও অপারেটরদের কাজ। ঘূর্নিঝড় জলচ্ছাস, ভূমিকম্প, হলে যখন সকল যোগাযোগ বিচ্ছিন্নি হয় তখন একমাত্র রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহারের মাধ্যমে রেডিও অ্যামেচারগন যোগাযোগ করতে অনন্য ভূমিকায় সক্ষম হয়। অ্যামেচার রেডিও সাধারণত ব্যবহৃত একটি টেলিযোগাযোগ সার্ভিস।সদস্য সচিব
মোঃ সাজ্জাদ হোসেন
Comments
Post a Comment